04/20/2025 ইউক্রেনের সামরিক বিমান ভূপাতিত করল রাশিয়া
আল আমিন
৫ জুন ২০২২ ০৭:৩২
আন্তর্জাতিক ডেস্ক: অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, ওডেসার কৃষ্ণ সাগর বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদ বহনকারী ইউক্রেনের একটি সামরিক পরিবহন বিমানকে গুলি করে ভূপাতিত করা হয়েছে।
মন্ত্রণালয় আরও বলা হয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এছাড়াও একই অঞ্চলে একটি ক্ষেপণাস্ত্র হামলা ‘বিদেশি ভাড়াটেদের’ একটি চৌকিতে আঘাত করেছে। তবে রাশিয়ার দাবিগুলি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়।
এদিকে ন্যাটো প্রধান বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে দেশ রক্ষায় ইউক্রেন কঠিন মূল্য দিচ্ছে। রাশিয়াও ব্যাপক হতাহতের শিকার হচ্ছে। আলোচনার টেবিলে যুদ্ধ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ