04/29/2025 শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশে আ’লীগের বিক্ষোভ
মো: মনিরুল ইসলাম
৪ জুন ২০২২ ১৯:২২
নিজস্ব প্রতিবেদক : ‘আ’লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি এবং হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করছে আ’লীগ।
শনিবার (৪ জুন) সারা দেশের জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ ছাড়া রাজধানীতে দলটির সহযোগী সংগঠনগুলোও আলাদাভাবে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে।
বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। এতে উপস্থিত থাকবেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে কৃষক লীগ। সমাবেশে উপস্থিত থাকবেন আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী ও আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শফিক প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করবেন কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্র।