04/22/2025 বর্তমান সরকারের আমলে কৃষিখাতে বিপ্লব এসেছে: সমাজকল্যাণ মন্ত্রী
আল আমিন
৩ জুন ২০২২ ০৬:২১
নিজস্ব প্রতিবেদক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন,দেশের অর্থনীতিকে বেগবান ও গতিশীল করতে কৃষিখাত ও কৃষকের উন্নয়ন জরুরী। এজন্য কৃষি বিভাগকে আরো কাজ করতে হবে। বর্তমান সরকারের আমলে কৃষিখাতে বিপ্লব এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং কৃষকের পরিশ্রমের ফলে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। প্রতিটি সেক্টরকে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের ফলে আজকে কৃষিখাতে উৎপাদন অনেকগুণ বেড়ে গেছে।
তিনি বলেন, কৃষির উন্নয়ন ব্যাহত করতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে। উন্নয়নে যাতে বাঁধা না আসে সে জন্য দেশের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আজ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল এন্ড কলেজ মাঠে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জি আর সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলীনুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌফিক আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মোশারফ হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ প্রমুখ। -বাসস।
বিদেশ বার্তা/ এএএ