04/20/2025 জেলেনস্কির ‘নো-ফ্লাই জোন’ প্রস্তাব প্রত্যাখ্যান করলো যুক্তরাষ্ট্র
বিদেশ বার্তা
২ মার্চ ২০২২ ০২:২৪
রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের আকাশে নো-ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সহায়তা চেয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। রাশিয়ার বিমান হামলা ঠেকাতে তবে এই প্রস্তাবছিল কিন্তু এই পরিকল্পনায় সায় দেয়নি যুক্তরাষ্ট্র। খবর আলজাজিরার।
এতে হোয়াইট হাউস জানিয়েছে, ‘নো-ফ্লাই জোন’ প্রতিষ্ঠা করতে চাওয়া আসলে ‘ভালো কোনো পরিকল্পনা নয়।’ এতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সংঘাত বেঁধে যেতে পারে।
এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট সোমবার দাবি করেন, গত ৫ দিনে রাশিয়া ৫৬ টি রকেট হামলা করেছে। ১১৩ টি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। এমতাবস্থায় রাশিয়ার বোমা হামলা ঠেকাতে ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সাহায্য চান ইউক্রেন প্রেসিডেন্ট।