04/21/2025 ময়মনসিংহে বজ্রাপাতে প্রাণ গেল দুই শিশুর
আল আমিন
৩ জুন ২০২২ ০৪:২৩
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু দুজনই স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দারুল উলুম হুসাইনীয়া মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী সাফা মরিয়ম ও মানসুরা মীম স্থানীয় সৌদিয়ান মসজিদ সংলগ্ন এলাকায় খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোহনা গ্রামের সোহাগ মিয়ার শিশুকন্যা সাফা মরিয়ম (১০) নিহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর পনাশাইল গ্রামের আজাহার মিয়ার শিশুকন্যা মানসুরা মীমের (৯) মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা জানান, ‘বিষয়টি খুবই মর্মান্তিক। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’
বিদেশ বার্তা/ এএএ