04/20/2025 রুশ কামানের গোলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
বিদেশ বার্তা
২ মার্চ ২০২২ ০০:০০
রাশিয়ার কামানের গোলায় ইউক্রেনের কমপক্ষে ৭০ সেনা নিহত হয়েছেন। রোববার তাদের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার কামানের গোলার আঘাতে এসব সেনা নিহত হয়েছেন। জানিয়েছেন, দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।
বর্তমানে রুশ বাহিনী ওই অঞ্চল অবরুদ্ধ করে রেখেছে। দেশটির সামি অঞ্চলের ওখতিরকা এলাকায় ওই হামলার ঘটনা ঘটেছে। ধ্বংসস্তুপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন জরুরি সেবায় নিয়োজিত উদ্ধারকর্মীরা।
এদিকে আজ মঙ্গলবারও তীব্র লড়াই চলছে। স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে, রাশিয়ার একটি বিশাল সামরিক বহর ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে। সামরিক ওই বহরটি প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ। সম্প্রতি ওই ছবি প্রকাশ করেছে স্যাটেলাইট কোম্পানি ম্যাক্সার টেকনোলজি।
ওই বহরটিতে কয়েকশ সামরিক যান রয়েছে এবং তারা ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তরে ইভানকিভ শহরের কাছাকাছি আছে বলে জানিয়েছে ম্যাক্সার।