04/20/2025 দরিদ্র দেশগুলো ইউক্রেনের ওপর নির্ভরশীল: পোপ ফ্রান্সিস
আল আমিন
২ জুন ২০২২ ০২:৪৮
আন্তর্জাতিক ডেস্ক: পোপ ফ্রান্সিস বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেন থেকে খাদ্য রপ্তানির জন্য অবরোধ তুলে নেওয়া। কারণ, বিশ্বের লাখো মানুষ বিশেষ করে দরিদ্র দেশগুলো ইউক্রেনের গমের ওপর নির্ভরশীল।
পোপ ফ্রান্সিস বলেন, খাদ্যসামগ্রী যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে না।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ভ্যাটিকান সিটির সেইন্ট পিটারস স্কয়ারে হাজারো শ্রোতাদের উদ্দেশ্যে সাপ্তাহিক ভাষণে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস এ মন্তব্য করেন।
রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি বন্ধ রয়েছে। জাতিসংঘ বলছে, বিশ্বে খাদ্য সংকট ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া যাতে অবরোধ প্রত্যাহার করে তার জন্য চেষ্টা চালানো হচ্ছে।
পশ্চিমা নেতাদের অভিযোগ, ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে রাশিয়া বিশ্বকে জিম্মি করছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ