04/19/2025 হজের প্রস্তুতি হিসেবে সৌদি সরকারের নতুন উদ্যোগ
মো: মনিরুল ইসলাম
১ জুন ২০২২ ১৯:৩২
নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে সৌদি আরবের ৪টি বিমানবন্দরে আগামী এক মাস দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হজে অংশ নেয়ার জন্য বিদেশি মুসল্লিদের স্বাগত জানাতে এরইমধ্যে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
তেলভিত্তিক অর্থনীতি থেকে বের হয়ে নিজেদের পর্যটন নির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে ভিশন-২০৩০ ঘোষণা করে সৌদি আরব। দেশটিতে ভ্রমণ ভিসা সহজ হওয়ায় প্রতি বছর কয়েক লাখ বিদেশি নাগরিক সেখানে ভ্রমণ করেন।
তবে আসন্ন পবিত্র হজ সামনে রেখে মুসল্লিদের আগমন নিরাপদ করার পাশাপাশি সেবা দেয়ার লক্ষ্যে পবিত্র নগরী মক্কা, মদীনা, ইয়ানবু ও তায়েব বিমানবন্দরে এক মাসের জন্য দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির অন্য বিমানবন্দর এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।
মঙ্গলবার (৩১ মে) দেশটির পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগামী ৯ জুন থেকে জুলাইয়ের ৯ তারিখ পর্যন্ত সব পর্যটন কোম্পানি ও ট্যুর অপারেটরদের এ চারটি বিমানবন্দরে পর্যটকদের টিকিট বুকিং দেয়া থেকে সাময়িকভাবে বিরত থাকার নির্দেশ দেয়া হয়।
করোনা মহামারির সংকট কাটিয়ে চলতি বছর দেশি-বিদেশি ১০ লাখ মুসল্লি নিয়ে হজ পালনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বাংলাদেশ থেকে এ বছর ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেয়ার কথা রয়েছে।
এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।