04/20/2025 মারিওপোলের ১৬০০০ হাজার বাসিন্দাকে গণকবর
আল আমিন
১ জুন ২০২২ ০৩:০০
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের মারিওপোল শহরের মেয়র ভিদিম বয়শেঙ্কো জানিয়েছেন, রাশিয়ার সেনারা ওই অঞ্চলটির অন্তত ১৬ হাজার বাসিন্দাকে গণকবর দিয়েছে। তাদেরকে স্তারি ক্রিম, মানহাশ ও ভিনোরাদনে গ্রামের নিকটবর্তী গণকবরে সমাহিত করা হয়েছে।
মারিওপোলের মেয়র জানান, মধ্য এপ্রিল থেকে এখন পর্যন্ত স্তারি ক্রিম গ্রামের সমাধি ক্ষেত্রে ২৫টি গর্তের সন্ধান পাওয়া গেছে। তার দাবি, কয়েক ধাপে এসব গর্তে মরদেহ সমাহিত করা হয়েছে। এরপর সেগুলোকে এক ব্যক্তির কবর হিসেবে দেখিয়ে নামফলক লাগানো হয়েছে।
ভিদিম বয়শেঙ্কো আরও বলেন, ‘আমাদের হিসেব মতে মারিওপোলে ২২ হাজার মানুষ নিহত হয়েছে। তবে তথ্য বলছে পরিস্থিতি আরও ভয়ংকর।’
এই মেয়র আরও দাবি করেন, এখনও ধ্বংসস্তুপের মধ্যে এখন হাজারো মরদেহ চাপা পড়ে আছে। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদশ বার্তা/ এএএ