04/20/2025 সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ সেনা নিহত
আল আমিন
৩০ মে ২০২২ ০৪:৪৮
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ সেনা নিহত হয়েছে। রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
বিবিসির খবরে বলা হয়েছে, এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জন্মস্থান কিরিভি রিহ শহরে ক্ষেপনাস্ত্র হামলার দাবি করে। এতে ইউক্রেন সেনাবাহিনীর ব্যাপক পরিমাণ গোলাবারুদ ধ্বংস হয়েছে বলেও দাবি করা হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কোভ দাবি করেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩০০ এর অধিক জাতীয়তাবাদী (ইউক্রেনীয় সেনা) নিহত হয়েছেন। রুশ সেনারা ইউক্রেনের একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবিও করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য অনুসারে, রাশিয়ার হামলায় তিনশর অধিক ইউক্রেনীয় সেনা এবং ইউক্রেনের ৫০ অধিক সামরিক এবং বিশেষ সমরাস্ত্র ইউনিট ধ্বংস হয়েছে।
তবে রাশিয়ার দাবির বিষয়ে ইউক্রেন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ