04/22/2025 ভারত-বাংলাদেশের সম্পর্ক এখন ‘বেডরুমের’: গয়েশ্বর
মো: মনিরুল ইসলাম
৩০ মে ২০২২ ০১:০৩
নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন বিছানার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। ভারত-বাংলাদেশের সম্পর্ককে এই পররাষ্ট্রমন্ত্রী বেডরুমে নিয়ে গেছেন। তবে, স্ত্রীর মর্যাদা দিতে চায় না ভারত, রক্ষিতা হিসেবে ট্রিট করছে।
রবিবার (২৯ মে) দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের ব্যানারে বাংলাদেশ- ভারত সম্পর্ক ও জাতীয় স্বার্থ- শিরোনামে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্ক বিছানার সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক। বাংলাদেশ ভারতের সম্পর্ককে বেডরুমে নিয়ে গেছেন এই পররাষ্ট্রমন্ত্রী। তবে ভারত স্ত্রীর মর্যাদা দিতে চায় না, এখন রক্ষিতা হিসেবে ট্রিট করছে। বিছানার সম্পর্ক আর বন্ধুত্ব এক কথা না। বন্ধুত্ব যে আমরা চাই, বন্ধুত্ব আমরা পাই কতটুকু?
তিনি আরো বলেন, বাংলাদেশের সাথে ভারতের এখন কোনো ধারাবাহিক সম্পর্ক নাই। ভারত একটি দল ও একজন ব্যক্তির সাথে বন্ধুত্বে আগ্রহী। ভারত মাঝেমাঝেই বিভিন্ন আবদার করে। তাদেরকে মনে রাখতে হবে যে, আবদার আর অধিকার এক জিনিস নয়।
গয়েশ্বর বলেন, ভারতকে ভাবতে হবে যে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্ব চায় কি না। বন্ধুত্ব চাইলে বাংলাদেশের মানুষের ভাবনাকে অবশ্যই সম্মান করতে হবে।