04/20/2025 ৬০০ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতিতে ইউক্রেন
আল আমিন
২৯ মে ২০২২ ০২:৫১
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনা অভিযানের ফলে এখন পর্যন্ত ইউক্রেনের ৫৬৪-৬০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কিয়েভ স্কুল অব ইকোনোমিকস (কেএসই)।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবাস ব্যবস্থা। অবকাঠামো ও সম্পদের ক্ষতির প্রভাবও পড়েছে দেশটির জিডিপিতে। এছাড়াও এই সময়ে ইউক্রেনে বিনিয়োগ কমেছে। অনেক শ্রমিক ইউক্রেন ছেড়েছে এছাড়াও বেড়েছে প্রতিরক্ষা ব্যয়।
শুধু অবকাঠামো বিশেষ করে ভবন ধ্বংসের ক্ষতির পরিমাণই ১০৫ বিলিয়ন ডলার। এছাড়াও আবাসন খাদে আরও ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
কেএসই’র হিসাব বলছে, দুইশ’র বেশি ইউক্রেনীয় কোম্পানি, কারখানা ও প্ল্যান্ট রাশিয়ার সেনা কর্তৃক ধ্বংস, ক্ষতিগ্রস্ত কিংবা অবরুদ্ধ হয়েছে।
আজ শুক্রবারই সকালের দিকে ইউক্রেনের অর্থমন্ত্রী জানিয়েছেন, দেশটি পুনর্গঠনে তাদের ৭৫০ বিলিয়ন ডলার চাই। সূত্র: বিবিসি।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ