04/20/2025 ৪০টির বেশি শহরে রুশ সেনাদের গোলাবর্ষণ, অর্ধশতাধিক স্থাপনা ধ্বংস
আল আমিন
২৭ মে ২০২২ ০২:০৫
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, রুশ সেনাবাহিনী পূর্ব ডোনবাস অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এতে স্কুলসহ প্রায় অর্ধশতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।পাশাপাশি তারা ওই অঞ্চলে আটকে থাকা নাগরিকদের সরিয়ে নেওয়ার পথটিও বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। খবর আল-জাজিরা।
খবরে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সেনা অভিযানের শুরু করে রাশিয়া। সেই অভিযান এখন চতুর্থ মাসে গড়িয়েছে। ইতোমধ্যে ইউক্রেনের বন্দর নগরী মারিউপোলসহ বেশ কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনাবাহিনী। বর্তমানে রুশ সেনারা ইউক্রেনের ডোনবাস অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য জোরালো অভিযান পরিচালনা করছে।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট টাস্ক ফোর্স জানিয়েছে, রুশ সেনারা দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের ৪০টিরও বেশি শহরে গোলাবর্ষণ করেছে। এতে স্কুলসহ প্রায় অর্ধশতাধিক বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি রাশিয়ার বোমার আঘাতে কমপক্ষে ৫ ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন।
অন্যদিকে রাশিয়া এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যমজ শহর বলে খ্যাত সেভেরোডোনেটস্ক ও লিসিচানস্ক শহরে অবস্থানরত ইউক্রেনীয় বাহিনীকে তিন দিকে থেকে ঘিরে আক্রমণ করছে। তাদের পতনের পরে পুরো লুহানস্ক প্রদেশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনে রাশিয়া সেনা অভিযান শুরুর পর থেকেই পোল্যান্ডসহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে শুরু করে লাখ লাখ ইউক্রেনীয়। সূত্র: সিএনএন।
বিদেশ বার্তা/ এএএ