04/20/2025 মারিউপোলে নিহত হয়েছেন ২২ হাজার মানুষ: ইউক্রেন
আল আমিন
২৬ মে ২০২২ ০২:৩৮
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে ধ্বংসাবশেষে পরিণত হওয়া বন্দর শহরটির মেয়রের একজন উপদেষ্টা এই মন্তব্য করেছেন,‘মারিউপোল এখন ভূতের শহর’।
সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে পেত্র আন্দ্রিউসেচেঙ্কো বলেন, সরকারি কর্মকর্তাদের অনুমান, তিন মাসের যুদ্ধে শহরের কমপক্ষে ২২ হাজার বাসিন্দা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি বলছে, তারা এই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। মারিউপোলে স্বাধীন গণমাধ্যমের প্রবেশ এখন অসম্ভব। সেখানে যারা আছেন তারা প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন।
মারিউপোল মেয়রের উপদেষ্টা পেত্র আন্দ্রিউসেচেঙ্কো বলেন, ২২ হাজার মানুষ নিহত হয়েছেন এটা মোটামুটি প্রতিষ্ঠিত। মারিউপোলের বাইরে অবস্থান করা মেয়রের এই সহযোগী বলেন, তিনি অনেকের সঙ্গে কথা বলেছেন। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।
আন্দ্রিউসেচেঙ্কো বলেন, মারিউপোলে নিহতদের সমাহিত করা কঠিন হয়ে পড়েছে। রুশ সেনারা নিয়ম করে দিয়েছে, লাশ মর্গে নিয়ে আসতে হবে। মৃতদেহ দাবি করা ব্যক্তিদের ‘ইউক্রেনীয় সেনারা হত্যা করছে’ এমন স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণ করে রাখছে তারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
এদিকে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ইউক্রেন ছেড়েছে ৬৫ লাখের বেশি মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআরের সবশেষ তথ্য থেকে এমনটা জানা গেছে।
বিদেশ বার্তা/ এএএ