04/20/2025 ইমরান খানকে আটক করার পরিকল্পনা
মো: মনিরুল ইসলাম
২৬ মে ২০২২ ০০:১৮
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ আজ (বুধবার) ‘আজাদি মার্চে’র প্রস্তুতি নিয়েছে। জিও টিভি জানিয়েছে, ইমরান খানকে আটকের পরিকল্পনা করছে সে দেশের সরকার। সবার নজর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। পিটিআই ইসলামাবাদ অভিমুখে আজ যাত্রা করার জন্য প্রস্তুতি নিয়েছে। যদিও সরকার পিটিআইকে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেয়নি। তারপরেও পিটিআই পেশোয়ার থেকে লং মার্চ শুরুর প্রস্তুতি নিচ্ছে। এই লং মার্চেই পিটিআই চেয়ারম্যান ইমরান খান এবং তার সহযোগীদের আটক করার পরিকল্পনা করছে সরকার।
পাকিস্তানের শীর্ষ একজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ইমরান খানের দল বড় ধরনের যে সমাবেশের ঘোষণা দিয়েছে, তা ঠেকাতে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সময় মঙ্গলবার পুলিশ পিটিআই কর্মী ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে। লাহোর, করাচি, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি রয়েছে। পাকিস্তানের বিভিন্ন অংশ থেকে ইসলামাবাদে যাওয়ার রাস্তাগুলোও বন্ধ রাখা হয়েছে।
ইসলামাবাদে প্রবেশের সব পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে ভারী শিপিং কন্টেইনার দিয়ে। লং মার্চে অংশ নেওয়া পিটিআই কর্মীদের বাধা দিতেই এটি করা হয়েছে। সূত্র: জিও টিভি।