04/20/2025 টেক্সাসের প্রাথমিক স্কুলে গুলিতে ১৮ শিশুসহ নিহত ২১
মো: মনিরুল ইসলাম
২৫ মে ২০২২ ২০:৪৪
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে বন্দুকবাজের গুলিতে ১৮ শিক্ষার্থীসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে বহু।
মঙ্গলবার (২৪ মে) এই ঘটনা ঘটে। হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে অভিযুক্ত কিশোর বন্দুকবাজ’র।
এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ওই রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট।
টেক্সাস প্রশাসন সূত্রে জানা গেছে, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম সালভাদর র্যামোস (১৮)। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। তবে আহতদের মধ্যে দু’জন পুলিশের অবস্থা স্থিতিশীল বলে সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে।