04/22/2025 ইডেন কলেজে র্যাগ ডে বন্ধ ঘোষণা
মো: মনিরুল ইসলাম
২২ মে ২০২২ ২২:৪০
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইডেন মহিলা কলেজে র্যাগ ডে বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন।
শনিবার (২১ মে) রাতে ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্রাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে র্যাগ ডে বন্ধের নির্দেশনা থাকায় স্ব-স্ব বিভাগের ছাত্রীদের অবগতিকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সম্মানিত বিভাগীয় প্রধানদের অনুরোধ করা যাচ্ছে।
রবিবার এ বিষয়ে জানতে চাইলে, অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য্য বলেন, র্যাগডের নামে যে উন্মাদনাটা হয়, করোনার পর দেখা যাবে শিক্ষার্থীদের মাঝে উল্লাসটা বেশি হয়। এ কারনেই আসলে এ ব্যবস্থা নেয়া।