04/21/2025 অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন আলবেনিজ
মো: মনিরুল ইসলাম
২২ মে ২০২২ ০৬:৪৮
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজ।
শনিবার (২১ মে) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় শনিবার সকালে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এই ভোটে দেশটির বর্তমান ও লিবারেল-ন্যাশনাল জোটের নেতা স্কট মরিসনের সঙ্গে লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবেনিজের প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, এবার সামান্য ব্যবধানে জয় পাবে লেবার পার্টি।
এদিকে প্রধানমন্ত্রী স্কট মরিসন লেবার অ্যান্থনি আলবেনিজের কাছে পরাজয় স্বীকার করে নিয়েছেন।
আলবেনিজকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এটি অনেক অস্থির সময় ছিল। এখন জাতির সেই ক্ষত নিরাময়ের সময়।
অস্ট্রেলিয়ার রাজনীতিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে রাজনীতি করা ব্যক্তিত্ব আলবেনিজ। তিনি আধুনিক আস্ট্রেলিয়া নির্মাণ করতে চান।
শেষ খবর পাওয়া পর্যন্ত লেবার পার্টি পার্লামেন্টের ১৫১ আসনের মধ্যে পেয়েছে ৬৯টি আসন। সরকার গঠনের জন্য দলটির ৭১ আসন প্রয়োজন। বর্তমানে ক্ষমতাসীন লিবারেল-ন্যাশনাল জোট পেয়েছে ৪৯ আসন।