04/20/2025 আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও নবগঠিত ইসি গঠনে আমরা সন্তুষ্ট: ওবায়দুল কাদের
বিদেশ বার্তা
২৮ ফেব্রুয়ারি ২০২২ ১২:১৩
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নবগঠিত নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, একাদশ নির্বাচনের আগে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়েছিল- দ্বাদশ নির্বাচনের আগেই সংবিধানের আলোকে আইনের মাধ্যমে ইসি গঠন করা হবে। এর ফলে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন-২০২২’ প্রণয়ন করা হয়। এ আইন অনুযায়ী রাষ্ট্রপতি ইসি গঠন করেছেন।
ওবায়দুল কাদের রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও সংবিধান অনুযায়ী ইসি গঠিত হওয়ায় আমরা সন্তুষ্ট।
নবগঠিত কমিশনকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সব কার্যক্রমে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করছে। গঠিত নির্বাচন কমিশনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আগামী নির্বাচন এ কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা প্রত্যাশা করি। এটা জনগণেরও প্রত্যাশা।