04/20/2025 রাশিয়ার অর্থনৈতিক বিকল্প বিটকয়েন
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৯:০৩
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়াকে অর্থনৈতিকভাবে দাবিয়ে রাখার জন্য পশ্চিমা বিশ্বগুলো একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়ার উপর। এমন পরিস্থিতিতে রাশিয়া কি সত্যিই অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে না কি রাশিয়ার কাছে অন্য কোনো বিকল্প পথ খোলা আছে এ নিয়ে একটি বিশ্লেষন করেছে ভারতীয় গণমাধ্যম দা ইকোনোমিস্ট টাইমস।
সুইফট থেকে সত্যিই যদি রাশিয়াকে বাদ দেয়া হয় তবে রাশিয়ার জন্য অর্থনৈতিক শক্তি হিসেবে কাজ করবে ক্রিপ্টোকারেন্সি এমনটাই মনে করছে বিশেষজ্ঞরা।
কোয়ান্টাম অর্থনিতির প্রতিষ্ঠাতা ব্লুমবার্গকে বলেন, যদি কোনো দেশ মনে করে এই ধরনের কর্মকান্ডে তাদের অর্থ ফ্রোজেন করে রাখা হতে পারে তাহলে তারা তাদের সম্পদকে বিট কয়েনে রূপান্তরিত করে রাখতে পারে।
তেল সম্পদের ভান্ডার থাকায় মার্কিন ডলারের গুরুত্ব রাশিয়াতে অপরিসীম। আর বিট কয়েনের দাম উঠানামা করায় ক্রিপ্টোকারেন্সি এই মুহূর্তে মোটেও রাশিয়ার ভরসার জায়গা নয় বলে মনে করছে বিশেষজ্ঞরা।
ইলিপটিক ফার্মের এক বিশ্লেষক বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যেভাবে টিকে ছিল রাশিয়াও সেভাবে টিকে থাকার পথ অনুসরন করতে পারে। এক্ষেত্রে রাশিয়াকেও ইরানের মতো বিকল্প অর্থনৈতিক পথে হাটতে হবে।
তবে পশ্চিমাবিশ্বগুলো একের পর এক যেভাবে রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করছে তাতে এই মুহূর্তে রাশিয়ার কাছে বিটকয়েনের বিকল্প নাই বলে মনে করছে বিশেষজ্ঞরা।
বিদেশ বার্তা/ এএএ