04/20/2025 রাশিয়ার পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতার নির্দেশ দিলেন পুতিন
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৮:২৫
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিরুদ্ধে পশ্চিমাদের 'বন্ধুত্বহীন' পদক্ষেপ নেওয়ার অভিযোগ এনে দেশটির পরমাণু বাহিনীকে উচ্চ সতর্কতায় থাকতে নির্দেশ দিয়েছেন। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুতিন বলেন, 'আমি প্রতিরক্ষামন্ত্রী ও রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফকে রুশ সেনাবাহিনীর প্রতিরোধ বাহিনীকে যুদ্ধ পরিষেবার একটি বিশেষ অবস্থায় রাখার নির্দেশ দিচ্ছি।'
পুতিন আরও বলেন, 'আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমা দেশগুলো শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই আমাদের দেশের প্রতি বন্ধুত্বহীন নয়-- আমি মনে করি অবৈধ নিষেধাজ্ঞা।'
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিকভাবে উত্তেজনা বেড়ে চলেছে। এর মধ্যে পুতিনের এই নির্দেশ উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলবে।
এদিকে চলমান সংকটের সমাধানে ইতোমধ্যে রুশ প্রতিনিধি দলের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে বেলারুশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন ইউক্রেনের প্রতিনিধিরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক সহযোগী এ তথ্য জানিয়েছেন। আলোচনায় সাড়া দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিও।
বিদেশ বার্তা/ এএএ