04/20/2025 রাশিয়ার বিরুদ্ধে মামলা করলো ইউক্রেন
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০০
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরুদ্ধে নেদারল্যান্ডের হেগে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) একটি মামলার আবেদন করেছে ইউক্রেন।
এক টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে আইসিজেতে মামলার আবেদন জমা দিয়েছে ইউক্রেন। আগ্রাসনকে ন্যায্যতা দিতে গণহত্যার ধারণাকে কাজে লাগানোয় রাশিয়াকে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা এখনই রাশিয়ার সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দিতে জরুরি সিদ্ধান্তের অনুরোধ করছি এবং আগামী সপ্তাহে বিচার শুরু হবে বলে আশা করছি।
গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে জল, স্থল ও আকাশপথে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন রুশ সেনারা। অভিযান শুরুর চতুর্থ দিন রাশিয়ার সেনারা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরোশেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বারদিয়ানস্ক শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর হারকিভের রাস্তায় রাস্তায় দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে। রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়।
বিদেশ বার্তা/ এএএ