04/20/2025 কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি রিমান্ডে
আল আমিন
১৯ মে ২০২২ ০২:৩৫
নিজস্ব প্রতিবেদক: খুলনার বটিয়াঘাটায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও তার বোনকে ধর্ষণের চেষ্টা মামলায় দুই আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। একই সাথে খুলনার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও বটিয়াঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুর রহমান বলেন, বুধবার (১৮ মে) দুপুরে আসামি মুজাহিদ শেখ (২৪) ও নাঈম মোড়লকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে মামলার আরেক আসামী আজিজুল মোড়ল (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জানা যায়, গত ১৪ মে গভীর রাতে সংঘবদ্ধ দল বাড়িতে ঢুকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে ওই বাড়িতে বেড়াতে আসা তার খালাতো বোনকেও ধর্ষণের চেষ্টা করা হয়। এর আগে তার ২২ মাস বয়সী সন্তানের গলায় ছুরি ধরে এবং তাকে পানিতে ডুবিয়ে রাখে দুর্বৃত্তরা। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে।
বিদেশ বার্তা/ এএএ