04/20/2025 রুশ বাহিনীর কাছে ইউক্রেনের ২৫০ জনের বেশি সেনার আত্মসমর্পণ
আল আমিন
১৮ মে ২০২২ ০৩:৫৬
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের কাছে ইউক্রেনের ২৫৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানা থেকে তারা বাকি সেনাদের সরিয়ে নিয়ে আসবেন। যুদ্ধের ৮২ দিন যাবত এই সেনারা মারিউপোলের নিয়ন্ত্রণ ধরে রেখেছিলেন।
ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স বলছে, তারা আজভস্তাল থেকে বাসে করে ইউক্রেনীয় সেনাদের রুশ নিয়ন্ত্রণাধীন শহর নোভোআজভস্কে নিতে দেখেছেন। আহত ইউক্রেনীয় সেনারা স্ট্রেচারে শোয়া ছিলেন। একজন হুইল চেয়ারে ছিলেন তার মাথায় ব্যান্ডেজে মোড়ানো ছিল।
রাশিয়া জানিয়েছে, অস্ত্র পরিত্যাগ করে ইউক্রেনের ২৫৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। এর মধ্যে ৫১ জন গুরুতর আহত ছিলেন।
ইউক্রেন জানিয়েছে, ৫৩ জন আহত সেনাসহ ২৬৪ সেনা আজভস্তাল ছেড়েছেন। তাদের সরিয়ে আনার চেষ্টা চলছে।
সিএনএনের এক খবরে বলা হয়েছে, ইউক্রেনের হাতে আটক রুশ বন্দী সেনাদের মুক্তির বিনিময়ে আজভস্তাল থেকে ইউক্রেনীয় সেনাদের ফিরতে দিচ্ছে রাশিয়া।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়ান সৈন্যরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ