04/21/2025 মির্জা আব্বাস অসুস্থ, হাসপাতালে ভর্তি
আল আমিন
১৮ মে ২০২২ ০২:০০
নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস অসুস্থ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ মে) ভোরে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয়।
মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল কবির জানান, মির্জা আব্বাস দুদিন যাবৎ পেটের পীড়ায় ভুগছেন। সকালে তাকে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জা আব্বাসের স্ত্রী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, গত দুদিন ধরে তিনি পেটের গ্যাস ও অন্যান্য অসুস্থতায় ভুগছিলেন। বার বার বমি হচ্ছিল। আজ অবস্থা বেশি খারাপ হওয়ায় সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়ছে।
তিনি বলেন, এখন স্যালাইন দিয়ে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আজ মুখে কোনো খাবার খেতে পারবেন না।
অন্যদিকে, বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের বিষয়ে শায়রুল কবির খান জানিয়েছেন, আজ বিকেলে হাসপাতাল থেকে তিনি বাসায় ফিরবেন।
মির্জা আব্বাসের সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ