04/20/2025 ইউক্রেন ছেড়ে পালাচ্ছে লাখ লাখ মানুষ
আল আমিন
২৮ ফেব্রুয়ারি ২০২২ ০৪:৫৮
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইউক্রেনের সাধারণ নাগরিক। এ তথ্য দিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। খবর: বিবিসি বাংলা।
ইউএনএইচসিআর দাবি করেছে, ইউক্রেনে রুশ আক্রমণ ও যুদ্ধের কারণে ঘরবাড়ি ছেড়ে পালানো লোকের সংখ্যা এখন ৩,৬৮,০০০-এ পৌঁছেছে। বিবিসির সংবাদদাতাদের খবর অনুযায়ী ইউক্রেন থেকে এ পর্যন্ত ১৫০,০০০-এরও বেশি লোক পালিয়ে পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। অন্যদিকে গত তিন দিনে ইউক্রেন থেকে রোমানিয়ায় পালিয়েছে ৪৩,০০০ -এরও বেশি মানুষ।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি এক টুইট বার্তায় বলেন, ইউক্রেনের মানুষের বাস্তুহারা হওয়ার পরিমাণ বেড়েই চলেছে। তবে দেশটিতে সামরিক পরিস্থিতির কারণে বাস্তুহারাদের প্রকৃত সংখ্যা অনুমান করা ও সহায়তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।
বিবিসি আরও জানিয়েছে, একাধিক দিক থেকে রুশ বাহিনী এগিয়ে আসতে থাকলেও তারা ইউক্রেনের বাহিনীর ‘শক্ত প্রতিরোধের’ সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।
ব্রিটিশ গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, রাজধানী কিয়েভে গত রাতেও লড়াই হয়েছে তবে শহরটির কেন্দ্রস্থল এখন শান্ত, তবে কারফিউ চলছে।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে হামলা শুরু হয়। শনিবার রুশ সেনারা রাজধানী কিয়েভে প্রবেশ করেন। সেখানে ইউক্রেনের সেনাদের সঙ্গে তাঁদের তুমুল লড়াই চলছে।
বিদেশ বার্তা/ এএএ