04/22/2025 টানা ২৪ দিন করোনায় মৃত্যুশূন্য দেশ
আল আমিন
১৫ মে ২০২২ ০৫:৫৩
নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এর আগে গত ২০ এপ্রিল একজন মারা যান এ ভাইরাসে। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যুশূন্য রয়েছে।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন।
এতে বলা হয়েছে, আজ দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছেন ২২ জন। এতে দেশে মোট শনাক্ত রোগী বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৯৭৯ জন হলো। গতকাল শনাক্ত হয়েছিলেন ১৮ জন।
দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার দশমিক ৫৫ শতাংশ। আগের দিন ৪ হাজার ৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২২০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত সুস্থ হলেন ১৮ লাখ ৯৯ হাজার ১৫০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৪ শতাংশ।
ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৯৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ১৩ জন। শনাক্তের হার দশমিক ৫০ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪০ শতাংশ।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।
বিদেশ বার্তা/ এএএ