04/24/2025 বান্দরবানে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু
আল আমিন
১৫ মে ২০২২ ০৪:৪০
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদম উপজেলায় লেকের পানিতে ডুবে শনিবার একই পরিবারের দুই বোনের মৃত্যু হয়েছে।
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহতদের নাম মারুফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার (৪)।
নিহত দুই বোন বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এর সিরাজ কার্বারীপাড়ার নিবাসী মোহাম্মদ উল্লাহর মেয়ে।
জানা যায়, শুক্রবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ উল্লাহর বড় মেয়ে মাহমুদা জান্নাত (১১) বাড়ির পাশের রিংওয়েল থেকে পানি সংগ্রহ করতে যায়। বাড়িতে তাদের বাবা-মা না থাকায় ওই দুই বোন তাদের বড় বোনকে খুঁজতে সেই সময়ে পুকুরে চলে যায়। এসময় দুর্ঘটনাবশত তারা পুকুরে পড়ে যায়।
পরে তাদের বড় বোন বাড়ি এসে ছোট দুই বোনকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও পায়নি। একপর্যায়ে রাত ১২টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে এক বোনের এবং ভোরে আরেক বোনের মরদেহ উদ্ধার করে স্বজন ও পুলিশ।
আলীকদম থানার উপ-পরিদর্শক এনামুল হক জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিদেশ বার্তা/ এএএ