04/20/2025 ইউক্রেনকে সামরিক সহায়তা দিবে ২৫টির বেশি দেশ
আল আমিন
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৮
আন্তর্জাতিক ডেস্ক: বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেণকে মানবিক সহায়তা ছাড়াও সামরিক সহায়তা দিবে যুক্তরাজ্যসহ আরও ২৫ দেশ।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হিপি বলেন, ইউক্রেনে আরও মানবিক এবং সামরিক সহায়তা পাঠানো হবে। ইউক্রেনের হাতে সামরিক সহায়তা পৌঁছে দিতে বিভিন্ন দেশের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এদিকে শনিবার ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এক ভিডিও বার্তায় বলেন, যুদ্ধ চলবে এবং আমাদের এজন্য প্রস্তুত থাকতে হবে।
ম্যাক্রোঁ বলেন, ইউক্রেনে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম পাঠানো হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি এক টুইট বার্তায় বলেছেন, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে শনিবার (২৬ ফেব্রুয়ারি) তার কথা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। হামলায় রাশিয়ার সাড়ে তিন হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে ১৯৮ জন নিহত হয়েচেন।
অপরদিকে ইউক্রেনের মেলিটপল নামে একটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর: রয়টার্স এবং বিবিসি।
বিদেশ বার্তা/ এএএ