04/20/2025 আমরা শক্তভাবেই ইউক্রেনের পক্ষে আছি: ন্যাটো প্রধান
আল আমিন
১০ মে ২০২২ ০২:২৭
আন্তর্জাতিক ডেস্ক: সামরিক জোট ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ তাৎক্ষণিক ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বিজয় দিবসের দিন এই আহ্বান জানান তিনি।
জার্মানির একটি সংবাদপত্রকে ন্যাটো প্রধান বলেন, পুতিনের ইউক্রেন থেকে তার সেনা ফিরিয়ে আনা উচিত এবং সমঝোতায় আলোচনা শুরু করা উচিত।
এসময় তিনি আরও বলেন, ‘আমরা শক্তভাবেই ইউক্রেনের পক্ষে আছি এবং দেশটির আত্মরক্ষার জন্য আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’সূত্র: বিবিসি
পুতিন সব সময় ৯ মে (বিজয় দিবস) পশ্চিমা ও ন্যাটোর নামে মিথ্যাচার করেন বলেও দাবি করেছেন স্টোলটেনবার্গ।
উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। এর পর দেশটির রাজধানী কিয়েভসব প্রায় জায়গায় হামলা চালায় রুশ সেনারা। কিন্তু কিছু দিন পরই যুদ্ধের লক্ষ্য পরিবর্তন করে রাশিয়া দোনবাস ও দক্ষিণাঞ্চলকে গুরুত্ব দেওয়ার কথা জানায় মস্কো। এর পরই কিয়েভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। এ সময় বাধ্য হয়ে দেশ ছেড়েছেন ৫৫ লাখেরও বেশি ইউক্রেনীয়। সূত্র: আল-জাজিরা।
বিদেশ বার্তা/ এএএ