04/20/2025 নির্বাচন কমিশনার হলেন যারা
আল আমিন
২৭ ফেব্রুয়ারি ২০২২ ০৫:১৭
নিজস্ব প্রতিবেদক: সার্চ কমিটি নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগের জন্য ৩২২ জনের নাম সংগ্রহের পর সেখান থেকে ছাঁটাই করে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ১০ জনের নাম জমা দেয়।
তখন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছিলেন, সার্চ কমিটির সদস্যরা রাষ্ট্রপতির কাছ নাম জমা দিয়েছেন এবং রাষ্ট্রপতি তা গ্রহণ করেছেন। এখন রাষ্ট্রপতি পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশনা দেবেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।
অবশেষে সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন।নিয়োগকৃত প্রধান নির্বাচন কমিশনার হলেন সিনিয়র সচিব (অব.) কাজী হাবিবুল আউয়াল।
বাকি চার কমিশনার হলেন, জেলা ও দায়রা জজ (অব.) বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার (অব.) আহসান হাবিব খান, সিনিয়র সচিব (অব.) মো. আলমগীর ও সিনিয়র সচিব (অব.) আনিসুর রহমান।
শনিবার (২৬ ফেব্রুয়ারি)মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন বলা হয়েছে, বাংলাদেশের সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শনিবার তাদের নিয়োগ দিয়েছেন।
বিদেশ বার্তা/ এএএ