04/20/2025 ভাঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় আহত দুই জনের মৃত্যু
মো: মনিরুল ইসলাম
৯ মে ২০২২ ০৩:৩৩
নিজস্ব প্রতিবেদক : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় আহত দুই জনের চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোররাতে মৃত্যু হয়েছে। শনিবার সন্ধায় এরা পৃথক স্থানে দুর্ঘটনায় পড়ে। এরা হচ্ছে- ভাঙ্গা পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের ইলিয়াস মুন্সির একমাত্র ছেলে জিলানী মুন্সি (১৮) ও নগরকান্দা উপজেলার গোয়ালদী গ্রামের পুলিশ সদস্য ইমরুল মুন্সির শিশু কন্যা সাহারা খাতুন (৫)।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ওসি হামিদউদ্দিন আহমেদ বলেন, শনিবার সন্ধায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা দক্ষিণপাড় বাসষ্ট্যান্ডে ঢাকা থেকে বরিশাল গামী এস পি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ঘ-১৪-৫৭৪০) দাড়িয়ে স্ট্যাটে রেখে ড্রাইভার চা খেতে নিচে নামছিল। হঠাৎ গাড়িটি একা একা চলতে শুরু করে। তখন পাশে দাঁড়িয়ে থাকা জিলানী ধাক্কা খেয়ে নিচে পড়ে চাঁকায় চাঁপ খেয়ে গুরুতর আহত হন।
তখন স্থানীয়রা সাথে সাথে জিলানীকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গা হাসপাতালে সেখান থেকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাতেই সেখানের চিকিৎসক জিলাকে মৃত্যু ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহত জিলানীর পরিবারের পক্ষ থেকে ড্রাইভারের বিরুদ্ধে মামলা না করলেও পুলিশ বাদী হয়ে মামলা করবে। গাড়ী আটক করা হয়েছে। ড্রাইভার পালিয়ে গেছে।
এদিকে শনিবার সন্ধায় ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসকের ঝাটুরদিয়া বাসষ্ট্যান্ডে নিহত সাহেরা খাতুন তার মায়ের সাথে ঈদের পর মামা বাড়ী বেড়াতে যাওয়ার সময় রাস্তার পাশে ভ্যানের জন্য অপেক্ষা করছিল। এসময় ঢাকা থেকে খুলনা গামী অজ্ঞাত যাত্রীবাহী একটি বাস পাশ ঘেষে তাদেরকে চাঁপা দিলে ঘটনাস্থলে এক জন শিশু (রায়সা-৩) মারা যান এবং গুরুতর আহত অবস্থায় চার থেকে পাাঁচ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। আরেক শিশু সাহেরাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানেই রবিবার ভোরে চিকিৎসা অবস্থায় সাহেরার মৃত্যু হয়। আমরা ঘাতক গাড়ীকে সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।