04/22/2025 শিমুলিয়ায় কর্মস্থলে ফেরা যাত্রীদের ভীড়
মো: মনিরুল ইসলাম
৮ মে ২০২২ ০৬:০৪
নিজস্ব প্রতিবেদক : কর্মস্থলে যোগ দিতে ছুটি শেষ করেই রাজধানী ঢাকায় ফিরছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ। আর কর্মস্থলমূখী এসব মানুষেরা বাংলাবাজার-মাঝিকান্দি ঘাট হয়ে লঞ্চে অতিরিক্ত যাত্রী হয়েই ঝুকি নিয়ে শিমুলিয়া ঘাটে আসছে হাজার হাজার যাত্রী। আবার এই ঘাট দিয়ে অনেকেই যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। শিমুলিয়া লঞ্চ ঘাট ও স্পিডবোট ঘাটে রাজধানীমোখ যাত্রীদের ভীড় রয়েছে চোখে পরার মতো।
এদিকে এসব যাত্রীরা শিমুলিয়া ঘাটে নেমেই ঘন্টার পর ঘন্টা প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে থেকে অতিরিক্ত ভাড়া দিয়েই বাসে করে রাজধানীতে ফিরছে। তবে বাসগুলোতে অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি। শনিবার সকাল থেকেই এরুপ চিত্র দেখা যায় শিমুলিয়া ঘাটে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, যাত্রী ও যানবাহন পারাপারের ১০ ফেরি চলমান রয়েছে। তবে ফেরিগুলো বাংলাবাজার ও মাঝিকান্দি ঘাট থেকে ভরে আসছে। শিমুলিয়া প্রান্তে যানবাহনের কোন চাপ নেই।
বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মোঃ সোলেমান জানান, যাত্রী ভীড় রয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাটে। তবে যাত্রী পারাপারের ৮৫ টি লঞ্চ ও ১৫৫ টি স্পিডবোট রয়েছে। তাছাড়া যাত্রীরা ঘাটে নেমেই বাস, সিএনজি ও লেগুলা করে স্ব স্ব গন্তব্যে চলে যেতে পারছে অনায়াসে।