04/20/2025 ফিলিপাইনে অগ্নিকাণ্ডে নিহত ৮, ৮০টি বাড়ি ধ্বংস
আল আমিন
৩ মে ২০২২ ০০:০০
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অগ্নিকাণ্ডের ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু রয়েছে।
সোমবার (২ মে) স্থানীয় সময় ৫টা নাগাদ লাগা আগুনে ৮০টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। খবর: বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৫টার দিকে আগুন লাগে। এতে পুড়ে গেছে ৮০টির মতো ঘর। একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি।
ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা গ্রেগ বিছায়দা এএফপিকে জানান, আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে গিয়েছিল। এ কারণে ভুক্তভোগীরা ঘর থেকে বের হতে পারেননি।
গ্রেগ বিচাইদা আরও বলেন, আগুন লাগার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আমাদের স্টেশন কাছাকাছি ছিল কিন্তু তারা তাৎক্ষণিকভাবে আমাদের জানাতে পারেনি।
বিদেশ বার্তা/ এএএ