04/20/2025 ইউরোপের অর্থনীতিতে বড় ধাক্কা: বেড়েছে মুদ্রাস্ফীতি
আল আমিন
৩০ এপ্রিল ২০২২ ০৫:১৯
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে ইউরোপীয় অঞ্চলের অর্থনীতিতে। চলতি মাসে ওই অঞ্চলের মুদ্রাস্ফীতি রেকর্ড পরিমাণ বেড়েছে, সাথে সমানতালে কমেছে প্রবৃদ্ধি।
শুক্রবার ইউরোপিয়ান ইউনিয়নের পরিসংখ্যান বিষয়ক সংস্থা ‘ইউরোস্ট্যাট’ জানিয়েছে, জ্বালানির তেলের দাম আকাশচুম্বী তাই এপ্রিলে মুদ্রাস্ফীতির হার ৭.৫ শতাংশে ঠেকেছে। খবর: আল জাজিরা।
সংস্থাটি জানিয়েছে, ১৯৯৭ সালের পর এবারই প্রথম মুদ্রাস্ফীতির এমন উল্লম্ফন। আগের রেকর্ড ছিল ৭.৪ শতাংশ।
ভোগ্য পণ্যের দাম বাড়ার অন্যতম কারণ জ্বালানি খরচ বেড়ে যাওয়া। গত বছরের এই সময়ের তুলনায় এবার ইউরোপীয়দের খরচ ৩৮ শতাংশ বেড়েছে।
ইউক্রেনে রুশ সেনা অভিযানের পর থেকে রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা দেয় নানা দেশ। বিশ্বজুড়েই যার প্রভাব পড়ে। এতে ইউরো অঞ্চলের ৩৪ কোটি ৩০ লাখ মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬৫ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। এরি মধ্যে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
আর ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর যে কঠোর অবরোধ আরোপ করেছিল বিভিন্ন দেশ (ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন দেশ) তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। মূলত, ইউরোপীয় দেশগুলোর অর্থনীতি ধ্বংসের জন্য রুশ কর্তৃপক্ষ তাদের গ্যাস অস্ত্র ব্যবহার করতে চাইছে।
এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেন, রাশিয়ায় এখন পর্যন্ত ২২ হাজার ৮০০ সেনা নিহত হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় দেশটির ৪০০ সেনা মারা গেছেন। কিন্তু মস্কো সেই দাবি প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, গত ২৪ ফেব্রুয়ারি সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনের সেনারা রাশিয়ার ৯৮০ টি ট্যাংক, ২ হাজার ৩৮৯টি সাঁজোয়া যান, ১৮৭ টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার ধ্বংস করেছে।
বিদেশ বার্তা/ এএএ