04/20/2025 ইউক্রেনের কিয়েভ থেকে ১ হাজারের বেশি লাশ উদ্ধার
আল আমিন
২৯ এপ্রিল ২০২২ ০৭:১১
আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। বিগত ৬২ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের অফিস জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত অসংখ্য ইউক্রেনীয় নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অনেকে।
এদিকে কিয়েভের আঞ্চলিক পুলিশ প্রধান আন্দ্রি নেবিতন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে এখন পর্যন্ত কিয়েভ অঞ্চল থেকে ১ হাজার ১৫০টি লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার তিনি এই তথ্য জানিয়েছেন। সূত্র: সিএনএন।
আন্দ্রি নেবিতন বলেন, পরিচ্ছন্নতা অভিযান এবং গোয়েন্দাদের কাজের ফলে কিয়েভ অঞ্চল থেকে আমরা ১১৫০টি বেসামরিক নাগরিকের লাশ পেয়েছি। তাদের হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লাশ মেডিকেল ফরেনসিকের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন, তারা বেসামরিক নাগরিক, মিলিটারি নয়। তাদের আঞ্চলিক প্রতিরক্ষা কিংবা অন্য কোনো সামরিক সংশ্লিষ্টতা ছিল না।
পুলিশ প্রধাণ বলেন, অধিকাংশ লাশ বুচা অঞ্চলের। অধিকাংশ নিহত হয়েছেন আগ্নেয় অস্ত্রের আঘাত, গুলি এবং অটোমেটিক রাইফেলে।
এই হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে দোষারোপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মস্কোকে তিনি ‘যুদ্ধাপরাধ’ থামানোর আহ্বান জানিয়েছেন।
তবে রাশিয়া বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগ অস্বীকার করেছে।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ইউক্রেন সফরে গেছেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসময় ইউক্রেনের রাজধানী কিয়েভের কিছু জায়গা পরিদর্শন করেছেন গুতেরেস। কিয়েভের উত্তারাঞ্চলীয় বোরোদিয়াঙ্কায় গোলা ও বিমান হামলায় ক্ষতিগ্রস্থ এলাকা ঘুরে দেখেছেন গুতেরেস।
এসময় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘২১ শতকে এসেও এমন যুদ্ধ অযৌক্তিক। যুদ্ধ শয়তান, যখন আপনি এই অবস্থা দেখবেন; আমাদের হৃদয় তাদের সাথে আছে। তাদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা।’
বিদেশ বার্তা/ এএএ