04/20/2025 বাবার বিয়েতে উপস্থিত দুই মেয়ে! নেচে ভাইরাল
বিদেশ বার্তা
২৫ ফেব্রুয়ারি ২০২২ ০৩:৩১
গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে জাভেদ আখতারের খামারবাড়িতে চাঁদের হাট বসেছিল । দুই তারকার বিয়েতে বলিউড অভিনেতা ফারহান আখতার-শিবানীর ডান্ডেকরের পরিবার ছাড়াও বলিপাড়ার খ্যাতনামীরা একজোট হয়েছিলেন । জীবনের নতুন অধ্যায় আংটিবদল এবং শপথ নিয়ে শুরু করেছেন ফারহান-শিবানী।
এটি ফারহান আখতারের দ্বিতীয় বিয়ে ছিল। ২০০০ সালে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানিকে এর আগে বিয়ে করেছিলেন ফারহান আখতার। দুই কন্যার বাবা তিনি দীর্ঘ ১৭ বছরের দাম্পত্যে সেই সংসারে । ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
শোনা গিয়েছিল, দুই মেয়ে শাক্য ও আকিরা বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত থাকবেন। আর শেষ পর্যন্ত বাবার বিয়ে দেখতে হাজির হয়েছিলেন দুই মেয়ে। শুধু তাই নয়, জমিয়ে নাচতেও দেখা গেছে দুই মেয়েকে। সোশ্যাল মিডিয়ায় তাদের নাচের ছবি ভাইরাল।